রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
মদন থানা
expand
মদন থানা

নেত্রকোণার মদন উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মদন থানা পুলিশ।

আজ রোববার (২৩ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন হাওরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

নিহত দিদারুল ইসলাম মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি দিদারুল। পরদিন সকালে হাওর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন