

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। একই ঘটনায় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার ভোররাতে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আটক ডাকাত সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টা ৩০ মিনিটের দিকে ৬-৭ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনুকুল রায়ের বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে গৃহকর্তাকে দরজা খুলতে বাধ্য করে।
ঘরে ঢোকার পর ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে এবং অনুকুল রায়ের কন্যা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিঙ্কু রায়কে মাথায় আঘাত করে আহত করে।
ডাকাতরা ঘর থেকে আনুমানিক ৫ ভরি সোনা, ৮ ভরি রুপা, একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় পরিবারের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্যজনকে ভর্তি করেন।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, খবর পাওয়ার পর রাত আড়াইটার দিকে এসআই রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্তে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন