

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামে কিশোরীর অর্ধগলিত মরদহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন।
ফারজানা চাঁদপুর শহরের ৫ নম্বর কয়লাঘাট আবুল মিজির টিনশেড বাড়ির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে একজন জেলে কচুরিপানার সাথে কিশোরীর মরদহ দেখে পাড়ের লোকজনকে জানায়। তারা থানায় বিষয়টি অবহিত করলে নৌ পুলিশ এসে দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। ওই সময় ওই কিশোরীর পিতা আলী হোসেন ঘটনাস্থলে এসে তার পরনের পোশাক দেখে মরদেহ সনাক্ত করে।
আলী হোসেন বলেন, গত বুধবার বিকেলে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আজাদ বলেন, গত ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলার চালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন বলেন, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
এদিকে সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন