

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে শনিবার রাতের বেলায় বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় সিগারেট অতিরিক্ত মূল্যে বিক্রির কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঘটনায় অন্তত ২০ জন দর্শনার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলায় একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা হচ্ছিল।
এক ক্রেতা অতিরিক্ত দাম দিতে অস্বীকৃতি জানালে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজন তাকে মারধর করে। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা মেলায় ঢুকে ভাঙচুর চালায়।
লটারি প্যান্ডেল, দোকান ও মেলার অফিসসহ বিভিন্ন স্থাপনায় হামলা চলে।
স্থানীয়রা জানান, সিগারেটের দাম নিয়ে সংঘর্ষের পর এলাকাবাসী মেলায় হামলায় অংশ নেয়। ভয়ে মেলার কর্মীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “তুচ্ছ ঘটনায় স্থানীয়রা মেলা কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
উল্লেখ্য, প্রশাসনের অনুমতি ছাড়াই চলমান এই মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আগেই অসন্তোষ তৈরি হয়েছিল। দীর্ঘদিনের ক্ষোভও এ ঘটনায় প্রভাব ফেলেছে।
মন্তব্য করুন