রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীসহ ১১৫ জনের জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
১১৫ জনের জামায়াতে যোগদান
expand
১১৫ জনের জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও যোগদান অনুষ্ঠানে বিএনপির ৩০ জনসহ মোট ১১৫ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতারা ফুলের মালা পরিয়ে নবযোগদানকারীদের স্বাগত জানান।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাডভোকেট রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির ৩০ জন নেতাকর্মীসহ মোট ১১৫ জন আদর্শিক রাজনীতিতে বিশ্বাস রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সবাই সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতা আব্দুল কাদের, দর্শনা সাংগঠনিক থানা শাখার আমির মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়ন আমির হাফেজ মো. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. সাজ্জাদ আলী।

বক্তারা বলেন, ন্যায়, মানবিকতা ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনদিন আরও মানুষের আস্থা অর্জন করছে, আর সেই বিশ্বাসই দলটিতে যোগদানের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন