রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে নারী শিক্ষা ও উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
শামা ওবায়েদ
expand
শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক সক্ষমতা ও সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শামা ওবায়েদ বলেন, “বিএনপি নারীদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবারে নারীর ক্ষমতায়ন, এই তিনটিকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে বিবেচনা করি। তাই নারীদের উন্নতি চাইলে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি কৃষক পরিবারের জন্য একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যা দেওয়া হবে ওই পরিবারের নারী সদস্যদের হাতে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, পৌর মহিলা দল নেত্রী কানিজ শাহরিদা চুমকি, সালথা উপজেলা মহিলা দলের নেত্রী ফারজানা আক্তার, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শামচুন্নাহার রেবা প্রমুখ। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নারী সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন