রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভেদাভেদের রাজনীতি নয়, উন্নয়নই অঙ্গীকার: এম এ মান্নান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান
expand
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় মানে শুধু একটি প্রতীকের জয় নয়; এটি মানুষের মুক্ত ইচ্ছা, অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন। জনসভাস্থলে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আসা নেতাকর্মীদের ঢলে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, “নবীনগরের মানুষ বহু বছর ধরে উন্নয়ন বৈষম্য, সেবা বঞ্চনা আর রাজনৈতিক চাপের শিকার। এবার সেই অবহেলার পরিবর্তন চাই। তারেক রহমান ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন—এটি শুধু দায়িত্ব নয়, নবীনগরের ভবিষ্যৎ বদলে দেওয়ার অঙ্গীকার।”

নিজেকে ঘিরে বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমাকে নিয়ে কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা কথা ছড়াচ্ছেন। যারা বলে আমি নাকি বালু সিন্ডিকেট করে কোটি টাকা বানিয়েছি—এসবই ভিত্তিহীন। আগামী নির্বাচনে বিভাজনের কোনো জায়গা নেই। আমাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার সুযোগ দিন, আমি নবীনগরকে সঙ্গে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করতে কাজ করব। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ব।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। নবীনগরের মানুষ পরিবর্তন চায়। সবাই ঐক্যবদ্ধ হলে ধানের শীষের বিজয় ঠেকানোর শক্তি কারও নেই।”

সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু।

বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সহ-সভাপতি এসকে হেলাল, শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব, উপজেলা বিএনপির সহ–সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।

বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও গ্রাম থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা উৎসবমুখর হয়ে ওঠে। ধানের শীষের পক্ষে স্লোগান ও জয়ধ্বনিতে নবীনগরের নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন