

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে মোট ২৮ জন রোগীর মৃত্যু হলো।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মারা যাওয়া দু’জন হলেন—ভোলার বাপ্তা ইউনিয়নের চাচরা এলাকার মো. জুয়েলের এক বছর চার মাস বয়সী ছেলে মো. সাবিদ এবং বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের আবু বক্কর (৫০)।
শিশু সাবিদকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হলেও একই রাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে আবু বক্কর ১৭ নভেম্বর ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার রাতে মারা যান।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগের ছয় জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭ জনের। এর মধ্যে বরগুনায় ১৫ জন, পটুয়াখালীতে ৩ জন এবং ভোলায় একজন মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৪০১ জন। এর মধ্যে ২০ হাজার ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩১৫ জন।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরগুনায়—এ বছর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩১৫ জন। এরপর রয়েছে পটুয়াখালী, যেখানে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১৭৭ জন। এ ছাড়া পিরোজপুরে ১ হাজার ৫৭৬, বরিশালে ১ হাজার ৭১৮, ভোলায় ৭৩৭ ও ঝালকাঠিতে ৭৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর সতর্কতা অবলম্বন ও মশক নিধনে জোরদার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে।
মন্তব্য করুন