রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বালুবোঝাই ট্রাকে চোরাচালান: সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
বিজিবির সংবাদ সম্মেলন
expand
বিজিবির সংবাদ সম্মেলন

পাথর ও বালু বোঝাই ট্রাকে পাচার হচ্ছিল ভারতীয় কসমেটিক্স, চকলেট, জিরাসহ নানা পণ্য। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর হবিগঞ্জ ব্যাটালিয়ন।

অভিযানকালে পাথর ও বালুবোঝাই ৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

পরে হবিগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে ট্রাক ও কাভার্ডগুলোতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রীম-লোশনসহ নানা ধরনের কসমেটিক্স, ব্লেড, চকলেট ও জিরা উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিরুল রহমান জানান, চোরাকারবারীরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাচালানের কাজে ব্যবহার করছিল। গোয়েন্দা তৎপরতা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এসব চোরাচালান রোধ করছে বিজিবি।

তিনি আরও জানান, চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে আটক করা হয়েছে ৩৭ জনকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন