

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে জামায়াত-মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাতের নেতৃত্বে একটি মোটরসাইকেল র্যালি হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে দলটির দাবি। র্যালিটি নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নাঙ্গলকোট উপজেলা বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে লালমাই উপজেলায় গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাকালে উপজেলার দৌলখাঁড় বাজারে এক পথসভায় ইয়াছিন আরাফাত বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া প্রয়োজন। দাবি আদায়ে ইসলামিক সমমনা ৮ দলসহ দেশপ্রেমিক নাগরিকদের কর্মসূচি চলমান রয়েছে। অসংখ্য শহীদদের বিনিময়ে যে জুলাই অর্জিত হয়েছে, তা কোন ভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য এখনো সময় আছে নির্বাচনের আগে গণভোট দিন। গণভোট আগে দিয়ে জাতীয় নির্বাচন যথাসময়ে করা সম্ভব।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছেঁড়া হচ্ছে। এ রাজনীতি আর বাংলাদেশে চলতে পারে না। ইতোমধ্যে আমরা আপনাদের বার্তা দিয়েছি।
মন্তব্য করুন