রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
আটক যুবক ওপেনদার
expand
আটক যুবক ওপেনদার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

শনিবার (২২ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার অধীনে জামালপুর বিওপির ১৫২/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম ওপেনদার (৩০)। তিনি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, হাবিলদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থাকা টহল দল জামালপুর বিওপির ১৫২/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকার প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আটক ভারতীয় যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ নিজের নাম ও ঠিকানা বলতে পারলেও পিতার নাম বলতে পারেননি। এসময় তল্লাশিকালে ওই যুবকের কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বাংলাদেশের একটি ট্রেনের দুটি টিকিট পাওয়া গেছে। চলতি মাসের ১০ তারিখে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ট্রেনের ওই টিকিট দুটি জব্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন,"ভারতীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।"

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান লিটন এনপিবি নিউজকে বলেন,"বিজিবি এক ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন