

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আনুমানিক ৩৪ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।
শনিবার (২২নভেম্বর) বিকেল ৪টার দিকে মাঝকান্দি–বোয়ালমারী–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। তবে নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা বোয়ালমারী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা হিসেবে জেলা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলেই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছি। এখনো মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যা করে এখানে ফেলা হয়েছে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন