

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে আসামি ধরার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে চেকপোস্টে তল্লাশির সময় ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
তাঁকে পুলিশের গাড়িতে তোলার সময় স্থানীয় একদল মাদক ব্যবসায়ী উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড়ে দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, “রবিন ওয়ারেন্টভুক্ত আসামি।
তাঁকে আটক করার সময় হামলার ঘটনা ঘটেছে। আমরা এলাকায় অভিযান চালাচ্ছি এবং থানায় গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, “তল্লাশির সময় রবিনের কাছে ছুরি পাওয়া যায়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর ইট নিক্ষেপ করে, যার ফলে তিন পুলিশ সদস্য আহত হন।”
ঘটনার পর থেকে পুরো ধর্মপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন