রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
এনামুল হক
expand
এনামুল হক

নোয়াখালীর কবিরহাটে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (২৪) নামের এক সাবেক ছাত্রদল নেতা মারা গেছেন।

শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এনামুল হক কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

ঘটনাটি ঘটে ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে। কবিরহাট বাজার এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় পাশের ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ লেগে মারাত্মক দগ্ধ হন তিনি।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি অ্যালুমিনিয়ামের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালসহ স্থানীয় নেতারা।

ঘটনা সম্পর্কে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন