

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী রিভিউ এর দাবি জানিয়েছে একই আসনের আরেক প্রার্থী রাহিদ মান্নান লেনিনের কর্মী-সমর্থকরা।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধুবিল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় এমন দাবি জানান তারা। জনসভায় তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন।
এসময় বক্তারা বলেন, তাড়াশ-রায়গঞ্জ নিয়ে গঠিত আসনটিতে যাকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তার চেয়ে সাবেক এমপি পুত্র লেনিনের জনপ্রিয়তা অনেক বেশি। ফলে বিএনপির সাধারণ নেতাকর্মী ও ভোটারদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
এসময় রাহিদ মান্নান লেনিন বলেন, আমার সকল নেতাকর্মীদের দাবি যাকে তার চেয়ে আমার জনপ্রিয়তা অনেক বেশি। তাই আবেদন করব আরেকবার রিভিউ করে আমাকে মনোনয়ন দেওয়া যায় কিনা। তাহলে আমি আমার বাবার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করতে পারতাম।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বেশিরভাগ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই আসনে মনোনয়ন দেওয়া ভিপি আইনুল হক কে।
মন্তব্য করুন