রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
নিহত জীবন
expand
নিহত জীবন

‎পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোগাছি ইউনিয়নের জহির পুর মাদ্রাসা মাঠে ইসলামী জলসা চলছিল। জলসায় নিহত জীবন গ্রুপ এবং আসামী সুইট গ্রুপের ছেলেদের মধ্যে গত প্রায ১ মাস পূর্বের ক্যারম বোর্ড খেলা নিয়ে বিরোধ হয়। পূর্ব শত্রুতার জের নিয়ে রাত সাড়ে ১১ টার দিকে কথাকাটি ও হাতাহাতি হয়।

‎স্থানীয়দের মধ্যস্থতায় বিরোধ তাৎক্ষনিক মিটে যায়। এর পর সুইট গ্রুপের লোকজন নিহত জীবন গ্রুপের পাড়ার সামনে দিয়ে আসার সময় জীবন গ্রুপের লোকজন তাদের পথরোধ করে।উভয়ের গ্রুপের মধ্যে হাতাহাতি হয়।এসময় সুইট তাহার কাছে থাকা ধারাল চাকু দিয়ে ভিকটিম জীবনের গলায় স্টেপ( আঘাত) করে লোকজন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

‎এ ঘটনার পর উত্তেজিত লোকজন আসামীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয়।

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,. পুর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন