

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের হোসেনপুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আপন দুই ভাই নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) এর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে বের হন নুরু খান। এসময় আগে থেকেই মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। বড় ভাইকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে ছোট ভাই ফজলু খান ছুটে গিয়ে উদ্ধার করতে গেলে তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ঘটনাটি নিশ্চিত করেছেন। দুই ভাইয়ের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।
মন্তব্য করুন