রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল
expand
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে সন্দেহভাজন আসামি শাহাদত হোসেন নামে এক আসামির মৃত্যু হয়েছে।

নিহতের ভাই ইসমাইল ও জহুরুলের অভিযোগ, গ্রেফতারের পর থেকে পাঁচ লাখ টাকা দাবি করে ডিবির ওসি সিদ্দিকুর রহমান ও নাজমুল হোসেনসহ কতিপয় পুলিশ সদস্যরা।

জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে মৃত্যু হয় শাহাদৎ হোসেনের। পরিবারে অভিযোগ শাহাদৎকে আটকের পর পাঁচ লাখ টাকা দাবী করে ডিবি পুলিশ। তাদের চাহিদা মোতাবেক টাকা না দেয়ার কারনে অমানবিক নির্যাতন করে শাহাদৎকে। পরে আজ বিকেলে তার মৃত্যু হয়।

এবিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সিনিয়র নার্স এমি খানম জানান, আমাদের কাছে শারিরিক নির্যাতন হিসেবেই ভর্তি করে ডিবি পুলিশ। আমরা চিকিৎসা শুরু করার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে ।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, আজ সকালেই তাকে আটক করা হয়। এরপর দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। শ্বাসকষ্ট জনিত কারণে তিনি মারা গেছেন ।

এদিকে এই ঘটনায় সাইদুল মানের আরেক সন্দেহভাজন আসামীকে আটক করে ডিবি পুলিশ। তার পরিবারের অভিযোগ এঘটনার সাথে সাইদুলের কেন সম্পর্ক নেই অথচ তাকে আটক করছে পুলিশ। আর আটকের পর থেকেই এক লক্ষ টাকা দাবি করে আসছে পুলিশ। দুপুর পর থেকে আমার ভাই কোথায় আছে আমরা তার জানি না। ডিবি কার্যালয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য যে, গত ১২ নভেম্বর সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে কে বা কারা। সেই মামলায় শাহাদাৎ হোসেন নামে এক ভ্যান চালককে সন্দেহভাজন ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন আগে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর দফায় দফায় পুলিশ টাকা দাবী করলে শাহাদৎ এর পরিবার তা না দিতে পারায় চালানো হয় শারিরিক নির্যাতন। শুক্রবার বিকেলে ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ্য হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় শাহাদৎ হোসেনের। পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তবে পুলিশের দাবি, শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত থাকার কারনে মৃত্য হয়েছে তার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন