রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোরআনে লেখা নেই ভোট দিলে জান্নাত পাওয়া যাবে: বিএনপি নেতা মাহমুদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু
expand
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, “যারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের (জামায়াত) নাড়িপোতা পাকিস্তানে।

ভোটের মাধ্যমে যেটা নির্ধারিত হবে, সেটা হলো আগামী দিনে দেশের উন্নয়ন কী হবে। আর বেহেশতে যাওয়া, জান্নাতে যাওয়া—এটা প্রত্যেকের নিজের আমল।

কোরআনের কোন জায়গায় লেখা নেই যে কোনো মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। যা বাস্তবায়ন অসম্ভব, সেটা আমরা (বিএনপি) বলি না।”

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা কৃষির উন্নয়নের কথা বলি, শিক্ষার উন্নয়নের কথা বলি। তরুণ প্রজন্মের বেকারত্ব দূর হবে, দেশ এগিয়ে যাবে—এই লক্ষ্য নিয়ে কাজ করছি।”

বাবু খান আরও বলেন, “গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা। হামলা, মামলা, গুম ও প্রলোভনের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে দেশের গণতন্ত্রের এবং সাধারণ মানুষের।”

পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, যুবদল নেতা রাজীব, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন