

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, ‘প্রথমে গণভোট, তারপর জাতীয় নির্বাচন; অন্যভাবে নির্বাচন হবে না। জুলাই সনদের ভিত্তিতে দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। সেই লক্ষ্যেই গণভোটের মাধ্যমে এই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে।’
শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর ফানটাউনে দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম মাসুম আরও বলেন, “যারা দেশকে সঠিক পথে চলতে দিতে পারেনি, তারা এখনও দেশকে সঠিক পথে যেতে দেবে না। তাদের চক্রান্ত আমরা বুঝতে পেরেছি। তাই আমাদের আন্দোলন এখন আরও শক্তিশালী।”
রুকন সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী অনুষ্ঠান পরিচালনা করেন।
সম্মেলনে কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মুবিন, মাহফুজুর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ শফিকুল আলম হেলালসহ আরও অনেকে।
মন্তব্য করুন