

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুই দিনে তিনটি পৃথক অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ও শুক্রবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, ১১৫ বছর বয়সী এক বৃদ্ধের আত্মহত্যা এবং অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাচন ডুমুরিয়া গ্রামে তিন বছর বয়সী রাজ চন্দ্র রায় পুকুরে ডুবে মারা যায়। বাড়ির উঠানে খেলার সময় পরিবারের অগোচরে সে পানিতে পড়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা।
এর আগের দিন, বৃহস্পতিবার, উপজেলার বিশমাইল গ্রামে ১১৫ বছর বয়সী পরেশ চন্দ্র রায় নিজের গোয়ালঘরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এছাড়া একই দিন পৌর শহরের কলেজ বাজার এলাকায় সাদ্দাম স্টোরের সামনে মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সিম্মি আক্তার (১৭) অটোরিকশায় ওঠার সময় তার গলায় থাকা ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পূর্ব সরলিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
মন্তব্য করুন