শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
ভয়াবহ অগ্নিকাণ্ড
expand
ভয়াবহ অগ্নিকাণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় ১০ ঘণ্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

এর প্রায় ১০ ঘণ্টা আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামে পল্লী চিকিৎসক মৃত আবুল হোসেনের তিন ছেলে—সাইদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানার বাড়িতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের শাহ আলীর বাড়ির অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে যায় এবং ৩টি গরু আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার সময় হঠাৎ করে শাহ আলীর গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তেই লেলিহান শিখা পাশের টিনশেডের দুটি ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন টিউবওয়েল ও পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ধুনট ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা গিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন