

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, কোনো প্রকার একতরফা আচরণ বা অনিয়মের চেষ্টা হলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় দলটির আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন মহল অর্থের ব্যবহারসহ নানা পন্থায় ভোটারদের মনোভাব বদলানোর চেষ্টা করছে। তার মতে, “দুর্নীতির টাকা দিয়ে সত্যনিষ্ঠ মানুষদের অবস্থান নড়ানো যাবে না।”
তিনি আরও বলেন, জামায়াতকে নিয়ে নানা অপপ্রচার চালানো হলেও ভয় দেখানো, অর্থের লেনদেন বা মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের জনপ্রিয়তা কমানো যাবে না।
পরওয়ারের দাবি, স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রয়োজন রয়েছে।
সমাবেশে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় নতুন ধারার রাষ্ট্র গঠনের লক্ষ্য তুলে ধরছে।
মন্তব্য করুন