শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-৩ ফাঁকা আসন নিয়ে দুশ্চিন্তায় বিএনপির নেতাকর্মীরা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার আসনটিতে জয় পান বিএনপি। বিএনপির মোশাররফ হোসেন মংগু রাজনৈতিক তৎপরতায় আসনটি দীর্ঘদিন নিজেদের ডেরায় রেখেছিল দলটি।

সেই থেকে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল- ৩ আসন। জুলাই গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ আসনে নতুন করে মাঠে নামে জাতীয়তাবাদী দল বিএনপি। নিজেদের অস্তিত্বের জানান দিতে প্রতিটি ওর্য়াডে গণসংযোগ, লিফলেট বিতরণসহ নানান কর্মসূচি করে চলেছে দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে বরিশাল ৬টি আসনের মধ্যে বরিশাল-৩ আসনে কোনো প্রার্থীর নাম উল্লেখ করেনি দলটি। অথচ এ আসনে বিএনপির ময়োনয়ন প্রত্যাশী রয়েছেন প্রভাবশালী দুই নেতা।

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, অপরজন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সূত্র বলছে, এ আসনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল চরম পর্যায়ে পৌঁছানোর কারণে ইমেজ সংকটে ভুগছে বৃহত্তর এ রাজনৈতিক দল। তাই সবদিক বিবেচনায় আপাতত কোনো প্রার্থীকে মনোনীত করা হয়নি।

সমঝোতার ভিত্তিতে সংকট কাটলে তবেই এ আসনে প্রার্থী দেবে বিএনপি। আর সেটি না হলে সম্ভাব্য শরিক দলকে ছেড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির হয়ে লড়তে পারেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেদের দুর্গ ছেড়ে দিলে হুমকির মুখে পড়বে বিএনপির রাজনীতি। এতে ফায়দা লুটবে শক্তিশালী প্রতিপক্ষ রাজনৈতিক দল জামায়াত। জামায়াত ও ইসলামী আন্দোলনের কেউ একবার এই আসন নিজেদের দখলে নিলে ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুর ইসলাম প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনে বরিশাল-৩ আসনেই বিপুল ভোটে বিজয়ী হওয়ার সক্ষমতা রয়েছে বিএনপির। বরিশাল-৩ আসনে শরিক দলের কোনো হেভিওয়েট প্রার্থী নেই। এটি বিএনপির দুর্গ। তাই সবদিক বিবেচনা করে হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশাবাদী।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, অন্য দলের হেভিওয়েট প্রার্থী না থাকা সত্ত্বেও এখানে ছাড় দিলে আমাদের ভবিষ্যৎ রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবেন এবং আমাদের ধানের শীষের প্রার্থী দেবেন। আমরা দলের প্রার্থী চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন