শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
expand
কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাত থেকেই ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ ভেতরে অবস্থান করছিলেন। ফজরের আজান চলছিল। বাইরে থেকে দরজা ও জানালা বন্ধ ছিল হঠাৎ কয়েকজন দুর্বৃত্তকারী বন্ধ জানালার ছোট্ট ছিদ্র দিয়ে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে চিৎকার চেঁচামেচি শুরু করেন ইসমাইল। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, চৌরঙ্গী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক এলাকায় পুলিশের টহল। ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংকের পাকা ভবনের একটি জানালায় পেট্রল ও আগুনের পোড়া গন্ধ। আতঙ্কিত স্থানীয়রা।

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল মোবাইল ফোনে বলেন,"নাইটগার্ড ভেতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান এনপিবি নিউজকে বলেন,"খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক বোতল পেট্রল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন