

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাচন ডুমুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাজ চন্দ্র রায়(৩) ওই গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনের উঠানে খেলতেছিল হঠাৎ করে তাহার মা দেখিতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে তাহাদের বাড়ির পুকুর এর পানিতে ভাসমান অবস্থায় দেখিতে পায় পানির থেকে তুলে পীরগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল হালিম শেখ জানান, মৃত শিশু বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং পরবর্তীতে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে।
তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, পুকুরের চারপাশে সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘন ঘন ঘটছে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন