

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতরাত ১১ টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসলাম হোসেন তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন, হঠাৎ করে কবিরপুর জামে মসজিদের সামনে আসলে মোটরসাইকেল থেকে পড়ে যান।
সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, গেলো রাতে আসলাম হোসেন মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন