শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় ভুয়া চিকিৎসা দেয়ার অভিযোগে জেল-জরিমানা

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
ভুয়া চিকিৎসককে জরিমানা
expand
ভুয়া চিকিৎসককে জরিমানা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে প্রকবিন সাংমা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৭ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ফান্দা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকবিন সাংমা দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসাগত যোগ্যতা ছাড়াই নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিয়ে এলাকায় রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি রোগ নির্ণয়, প্রেসক্রিপশন লেখা এবং বিভিন্ন ওষুধ সরবরাহ করতেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এবং অসন্তোষ তৈরি হলে প্রশাসন তদন্ত শুরু করে।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত তার ব্যবহৃত প্রেসক্রিপশন, সাইনবোর্ড ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করে। সেখানে ‘ডাক্তার’ পদবি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। যাচাইয়ে দেখা যায়, প্রকবিন সাংমা চিকিৎসা বিষয়ে কোনো ডিগ্রি, প্রশিক্ষণ বা অনুমোদনপত্রের অধিকারী নন। এতে চিকিৎসা গ্রহণকারীদের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার প্রেসক্রিপশন ও সাইনবোর্ডে ‘ডাক্তার’ লেখা পাওয়া গেছে। আইন অনুসারে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, ভুয়া চিকিৎসকদের কারণে অনেক রোগী ভুল চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত হন। তবে এলাকায় অভিযোগ জানাতে অনেকেই ভয় পান বা সচেতনতার অভাবে নীরব থাকেন। প্রশাসনের এ পদক্ষেপে ভুয়া চিকিৎসা প্রতারণা রোধে সচেতনতা বাড়বে বলে মনে করেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুর উপজেলায় কোনো ব্যক্তি যোগ্যতা বা অনুমোদন ছাড়া চিকিৎসা সেবা দিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন