শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জমে উঠেছে ফুটপাতের গরম কাপড়ের দোকান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
ফুটপাতের গরম কাপড়ের দোকান
expand
ফুটপাতের গরম কাপড়ের দোকান

সারাদেশে শুরু হয়েছে শীত। এরই মধ্যে কুষ্টিয়ার ফুটপাতে গরম কাপড়ের দোকানে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। শীত নিবারণের জন্য এসব দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তবে নিম্ন আয়ের মানুষের ভিড় বেশি লক্ষ করা গেছে।

কুষ্টিয়া শহরের মিউনিসিপ্যাল মার্কেটের সামনের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, সব দোকানেই রয়েছে ছোট বড় সব ধরনের ক্রেতা। এসব দোকানে সব রকম বয়সের ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়স্কদের বাহারি শার্ট, হাফ/ফুল স্যুয়েটার, জ্যাকেট, মাফলার, টুপিসহ উলের গরম কাপড় পাওয়া যাচ্ছে।

গরম কাপড় কিনতে আসা এক রিকশা চালক এনপিবি নিউজকে জানান,"রিকশা চালিয়ে সংসার চালান। এই শীতে গরম কাপড় ছাড়া চলা দায়। তাই কাপড় কিনতে ফুটপাতের দোকানে এসেছেন।"

আব্দুর রহমান নামে আরও এক ক্রেতা এনপিবি নিউজকে বলেন,"সারাদিন হাড়ভাঙা খেটে কোনোরকমে সংসার চলে। গত শীতে ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার অভাবে শীতের কাপড় কেনা হয়নি। এবার কিনতে এসেছেন।"

দোকানী সামাদ হোসেন এনপিবি নিউজকে বলেন, "শীত যত বাড়ছে, বিক্রিও বাড়ছে। আর এখানে ৩০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকায় মিলছে শীতের পোশাক। সাধ-সাধ্য মিলিয়ে ক্রেতারা পোশাক কিনছে।"

এছাড়াও কুষ্টিয়ার কোর্ট স্টেশন, কুষ্টিয়া হাইস্কুলের সামনে, পাবলিক লাইব্রেরির সামনে, ঘোড়ারঘাট, বড় বাজার রেলগেট ও বড় রেলস্টেশনের ফুটপাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন