শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পৌর পার্কে নির্মিত হচ্ছে ময়লা রাখার ঘর জনমনে তীব্র অসন্তোষ

‎নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
পৌর পার্কে নির্মিত হচ্ছে ময়লা রাখার ঘর
expand
পৌর পার্কে নির্মিত হচ্ছে ময়লা রাখার ঘর

‎ময়মনসিংহের নান্দাইল পৌরশহরে পৌর পার্কের নির্ধারিত স্থানে হঠাৎ করেই ময়লা রাখার ঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের বিনোদন, হাঁটা-চলা ও সামাজিক আড্ডার উন্মুক্ত স্থান হিসেবে পৌর পার্কের জন্য উদ্বোধন হয় স্থানটি। অথচ সেখানে ময়লা সংগ্রহ ও সংরক্ষণের ঘর নির্মাণের কার্যক্রম শুরু করায় পার্কের স্থানের সৌন্দর্য নষ্ট, পরিবেশ এবং জনস্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন এলাকাবাসী।

‎দেখা যায়, পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি পার্কের একটি অংশে ময়লা রাখার ঘর নির্মাণ কাজ শুরু করে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, জনগণের বিনোদনের জন্য নির্মিত পার্কের স্থানে বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে নান্দাইল মডেল থানার পাশে অবস্থিত এ পার্কের স্থানটি শিশু-কিশোরদের খেলাধুলা, সকাল-বিকেলের হাঁটাহাঁটি, পরিবার-পরিজনের আড্ডার গুরুত্বপূর্ণ কেন্দ্র হতো। সেখানে দুর্গন্ধযুক্ত বর্জ্য রাখার ঘর নির্মাণ করলে পুরো এলাকা দূষণ ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের।

‎স্থানীয়দের অভিযোগ, পৌর পার্কের এই স্থানটি সাবেক উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। হঠাৎ করে এখানে ময়লা ঘর নির্মাণের সিদ্ধান্তকে তারা সম্পূর্ণ অযৌক্তিক ও জনবিরোধী বলে মন্তব্য করছেন। অনেকেই জানাচ্ছেন, পার্কের নির্ধারিত স্থানের পাশ দিয়ে নান্দাইল-চণ্ডিপাশ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ সহ চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়,নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সমূর্ত্ত জাহান মহিলা কলেজ, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীরা চলাচল করেন। সেখানে বর্জ্য রাখার ঘর হলে দুর্গন্ধে পরিবেশ নষ্ট ছাড়াও পথচারীরা ভোগান্তির শিকার হবেন।

‎এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। অনেকেই বলেছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় পার্কে নয়, আলাদা নির্ধারিত স্থানে ময়লা রাখার ঘর নির্মাণই যুক্তিযুক্ত।

‎এ বিষয়ে পৌর প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যাতে ময়লা আবর্জনা এলোমেলোভাবে পরে না থাকে, সেজন্য সে জন্য ঘর নির্মাণ করা হচ্ছে, সামনে পার্কে জায়গা রয়েছে। ঘরের সামনে দিয়ে বাউন্ডারি দেয়াল করা হবে।

‎এলাকাবাসীর প্রত্যাশা পৌর কর্তৃপক্ষ দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে পার্কের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন