শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো প্রাইভেটকার, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
চট্টগ্রাম নগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার রাস্তায় ছিটকে পড়ে
expand
চট্টগ্রাম নগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার রাস্তায় ছিটকে পড়ে

চট্টগ্রাম নগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে বন্দর থানার সামনে নিমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে এক্সপ্রেসওয়ে দিয়ে চলছিল। নিমতলা মোড়ে পৌঁছানোর পর গাড়িটি এক্সপ্রেসওয়ের সীমানা দেয়ালের একটি অংশ ভেঙে রাস্তায় নিচে পড়ে যায়।

পুলিশ জানায়, এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে পথচারী মো. শফিককে (৫৫) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত এক তরুণীসহ চারজনকে বারিক বিল্ডিং মোড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলমান।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, প্রাইভেটকারটি বিমানবন্দরের দিক থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) ওপর দিয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। এখানে প্রচুর লোকজন জমা হয়েছে। সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমরা লোকজন সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন