শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একদেশ দেয় ফেনসিডিল আরেক দেশ ইয়াবা: আসিফ আকবর 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
বিসিবির পরিচালক আসিফ আকবর
expand
বিসিবির পরিচালক আসিফ আকবর

সীমান্তে মাদকের দৌরাত্ম্য নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেছেন, বাংলাদেশের দুই প্রান্তে দুই বর্ডার একটি থেকে আসে ফেন্সিডিল আর অন্যটি থেকে আসে ইয়াবা। আরও কিছু বর্ডার থাকলে বাংলাদেশ হাওয়ায় উড়ে যেতো। আমারা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় আসুক। তারা যেন ড্রাগ অ্যাডিক্ট না হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন। আসিফ বলেন, তরুণরা যাতে মাদকের থেকে দূরে থাকে এবং খেলাধুলায় যুক্ত থাকে।

তিনি আরও বলেন, ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রিকেটে যুক্ত করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এতে যা যা প্রয়োজন সব ধরনের সুবিধা দেওয়া হবে।

শিশুদের বছরে ৮ মাসের প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানিয়ে আসিফ বলেন, ‘খেলার মাধ্যমে বাচ্চারা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মাদক থেকে দূরে থাকবে এবং সমাজ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাচ্চাদের বছরে ৮ মাস প্রশিক্ষণের মধ্যে রাখা হবে। বিশেষ করে ১৪-১৯ বছর বয়সীদের। তবে ২৩ বছর বয়সীদেরও নিয়েও পরিকল্পনা রয়েছে।

এসময় ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়রা কেবল আশ্বাস নয় সুযোগ সুবিধাগুলো বাস্তবায়নের দাবি জানান আসিফের কাছে। তাদের সঙ্গে একমত হয়ে আসিফ বলেন, ‘ঠাকুরগাঁও স্টেডিয়াম ক্রিকেটের জন্য চমৎকার স্থান। তাই এখানে লিগ খেলার জন্য উপযোগী করা হবে। এখান থেকেই সারাদেশে আবহ তৈরি হবে। এর জন্য যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নে কাজ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন