শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাই বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
সাবেক চেয়ারম্যান মজিবর গ্রেফতার
expand
সাবেক চেয়ারম্যান মজিবর গ্রেফতার

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা ও ধামরাই বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সাভার পৌরসভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মজিবর রহমান ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর এলাকার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, কিছুদিন ধরে সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। এ ঘটনায় ৭ নভেম্বর সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মজিবর রহমানকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন