শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আদিতমারীতে পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার
expand
পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার

লালমনিরহাট আদিতমারী উপজেলায় ফসলি জমিতে কাজ করতে গিয়ে পাওয়া পরিত্যাক্ত গ্রেনেডটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার আব্দুল আজিজের জমি থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের ফসলি জমিতে সেচ কাজের ড্রেন তৈরি করছিলেন আব্দুল আজিজ। এ সময় কোদালে হঠাৎ আনুমানিক ৫/৬শত গ্রাম গ্রেনেডটি উঠে আসে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গ্রেনেডটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এটি মহান মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

কৃষক আব্দুল আজিজ বলেন, ফসলি জমিতে সেচের জন্য পানি নিতে মাটি দিয়ে ড্রেন তৈরি করছিলাম। হঠাৎ কোদালে অজ্ঞাত এ বস্তুটি উঠে আসে। পরে গ্রামের লোকজন দেখে জানান যে এটি গ্রেনেড। পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, পরিত্যাক্ত গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল টিমকে খবর দেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন