বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাউন হলে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষের আশঙ্কা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
টাউন হলে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি
expand
টাউন হলে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি

কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং মনোনয়ন-বঞ্চিত নেতা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা বৃহস্পতিবার (২০ নভেম্বর) একই স্থানে জনসভা ও দোয়া মাহফিলের ঘোষণা দেন। এতে মাঠ দখল ও পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে জনসভা সফল করতে নেতা-কর্মীদের নিয়ে বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার পর টাউন হল মাঠে অবস্থান নেন বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। পাশাপাশি প্যান্ডেল তৈরির জন্য নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ইয়াছিনপন্থীদের আবেদনে জানা যায়, তাঁরা ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে প্রচারণা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা করেছেন। এ ছাড়া ১৮ নভেম্বর জেলা প্রশাসকের কাছে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রাহমান।

অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে মনিরুল হক চৌধুরী একই দিনে জনসভা করতে চান। তাঁর পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতালেব মজুমদার ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় মাঠ ব্যবহারের জন্য আবেদন জমা দেন।

মাঠ বরাদ্দকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দেখা যায়, ইয়াছিনপন্থীরা মাঠে বাঁশ গেড়ে প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছেন। খবর পেয়ে পুলিশ, মহানগর বিএনপির সভাপতি উবায়দুল বারী আবু ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ঘটনাস্থলে যান। তাঁরা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী যার নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁকেই মাঠ ব্যবহারের সুযোগ দিতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩ নভেম্বর মনিরুল হক চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকেই ইয়াছিনের অনুসারীরা মাঠে সক্রিয় রয়েছেন। সোমবার বিকেলে মনিরুল হক চৌধুরীর পূর্বঘোষিত পদযাত্রা গোয়ালপট্টি এলাকায় পৌঁছানোর কিছুক্ষণ আগে ঋষিপট্টি এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইয়াছিনপন্থীরা সরে যান।

টাউন হল মাঠ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ বলেন, মাঠটি নিয়ম মেনে মনিরুল হক চৌধুরীর নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি অগ্রিম টাকা জমা দিয়ে আবেদন করেছিলেন।

তবে যুবদল নেতা ও ইয়াছিনপন্থী সাজ্জাদ দাবি করেন, ‘আমরাও আবেদন করেছি। আমাদের অনুষ্ঠানই হবে।’

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মাঠ বরাদ্দ দেওয়ার বিষয়টি জেলা প্রশাসনের। যাঁদের অনুমতি দেওয়া হবে, তাঁরা ব্যবহার করবেন। আমরা সতর্ক আছি।

এ বিষয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, বিএনপির দুই পক্ষই আবেদন করেছে। ডিএসবি তদন্ত করে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হবে কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন