

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার ১৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের এক প্রজ্ঞাপনে তাঁকে জিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বুধবার (১৯ নভেম্বর) সকালে তিনি জিএমপি সদর দপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জিএমপি’র একটি চৌকস দল নবাগত কমিশনারকে গার্ড অফ অনার প্রদান করে। অনুষ্ঠানস্থল জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং পুলিশ বাহিনীর ঐতিহ্যবাহী সম্মান প্রদর্শনের চিত্র।
দায়িত্ব গ্রহণ শেষে পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি গাজীপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি জিএমপি’কে একটি আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশিং ব্যবস্থায় রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকলস্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই নবাগত কমিশনারের প্রতি শুভকামনা জানিয়ে তাঁর নেতৃত্বে জিএমপি আরও গতিশীল ও দক্ষভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন