বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
expand
বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি ক্লিনিক ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে।

আজ বুধবার বিকালে মধুপুর উপজেলার আনারস চত্ত্বর এলাকায় বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ও মনোনয়ন বঞ্চিত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী–এর সমর্থকদের মধ্যে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা সমাবেশ করছিলেন। এসময় প্রাথমিক মনোনীত প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় একটি ক্লিনিকসহ সাত আটটি দোকান ভাঙচুর করা হয়।

পরবর্তীতে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির জানান, “আনারস চত্বরে এক গ্রুপের সমাবেশ চলছিল। অন্য গ্রুপ মিছিল নিয়ে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হালমা চালায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন