

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা গ্রামের গোদা ডাঙ্গার বিলকে উন্মুক্ত রাখার দাবিতে স্থানীয় জেলে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিলের তীরে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ফুলকোচা বাজার হয়ে ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৌঁছায়, যেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মৎস্যজীবী পরিবারের প্রতিনিধি দুলাল, দুদু, শফিকুল ও সাবান আলী। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিলটি অবৈধভাবে দখল করা হয়েছে। ইজারার আড়ালে সাব-লিজ বাণিজ্য চালানোর কারণে সাধারণ মৎস্যজীবীরা বিলের ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, বিলের পানিতে গোসল করতেও গেলে ‘মাছ ধরার’ অভিযোগ তুলে স্থানীয়দের মামলা-মোকদ্দমা ও হয়রানির শিকার হতে হয়। ১৬.২০ একর আয়তনের সরকারি এই বিলটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা থাকা সত্ত্বেও প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সাব-লিজের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
এছাড়া, সম্প্রতি কয়েকজন বিএনপি পরিচয়ধারীর বিল দখলের অভিযোগও উত্থাপিত হয়েছে।
এ বিষয়ে জানার জন্য মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মেলান্দহের ইউএনও এস.এম. আলমগীর জানান, ৪ লাখ ২৬ হাজার ৫৬৩ টাকায় ১৪৩৫ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য আদ্রা মৎস্যজীবী সমিতির নামে গোদা ডাঙ্গার বিল ইজারা দেওয়া হয়েছে। স্থানীয়রা ইজারা বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন, যা আগামী জেলা রাজস্ব সভায় উত্থাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
মন্তব্য করুন