

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং একদিনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
বুধবার বিকেলে চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলের নেতাদের হাতে যোগদানের ঘোষণা দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পদত্যাগের আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দৌলতুজ্জামান আনসারী এ বিষয়ে স্পষ্ট করে জানান যে তিনি কখনো মনোনয়ন প্রত্যাশি ছিলেন না। নিজের পদত্যাগ ও নতুন দলের যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, আগের সেই বিএনপি এখন আর নেই। বর্তমানে কিছু ব্যক্তি দলের ব্যানারে অপকর্মে জড়িত। তাদের জন্য আমরা কেন কথা শুনব? আমার সামনে কেন বিএনপিকে চোর বা চাঁদাবাজ বলে গালি দেবে—এটি আমি মেনে নিতে পারি না। এজন্য ইসলামী আন্দোলনে যোগদান করেছি।”
নতুন দলের মাধ্যমে নির্বাচনী অংশগ্রহণের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আমি মাত্র দলে যোগদান করেছি। জনগণ চাইলে এবং দল আমাকে যোগ্য মনে করলে, নির্বাচনী পরিবেশ তৈরি হলে তখন এ বিষয়ে ভাববো।”
দৌলতুজ্জামান আনসারী মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাসিন্দা। তার এই দলবদলের খবরের পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন