বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা
expand
টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা

গাজীপুরের টঙ্গীতে শিক্ষক হেনস্তার ঘটনার জেরে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সব ধরনের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

অধ্যক্ষ ড. হেফজুর রহমান জানান, মঙ্গলবার চার দফা দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ সময় ধরে চলা এই আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা টঙ্গীর ব্যস্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চালাতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একদল শিক্ষার্থী শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন শিক্ষক আহত হন বলে জানা গেছে।

শিক্ষক হেনস্তার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরের পর মাদরাসার ছাত্র সংসদের অনির্বাচিত কিছু প্রতিনিধিরা ক্ষুব্ধ শিক্ষকদের প্রায় নয় ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখেন। এতে পুরো ক্যাম্পাসে চরম অস্থিরতা ও আতঙ্কের সৃষ্টি হয়।

পরদিন বুধবার সকাল থেকেই শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। দিনভর চেষ্টা সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বিকেলে গভর্নিং বডির জরুরি বৈঠকে সব শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—শিশু শ্রেণি থেকে কামিল পর্যন্ত সকল পাঠদান কার্যক্রম এবং আলিম দ্বিতীয় বর্ষের চলমান সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে মাদরাসার নির্ধারিত অন্যান্য প্রশাসনিক ও প্রয়োজনীয় কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে হঠাৎ করে মাদরাসা বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ কামনা করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি অব্যাহত রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন