বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন, পিতার অভিযোগে পুত্রের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
পিতার অভিযোগে পুত্রের কারাদণ্ড
expand
পিতার অভিযোগে পুত্রের কারাদণ্ড

নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পিতার অভিযোগের ভিত্তিতে পুত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রহমত আলী নামে এক যুবকের এ দণ্ড প্রদান করেন। রহমত আলী ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গোড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ডের আমিনুর ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, নেশার টাকা না পেয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে আগুন দেয় রহমত আলী। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে রহমতের বাবা আমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ দুপুরে রহমতকে গ্রেফতার করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতে বিচারক শামীম মিঞার কাছে নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে রহমত আলী। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, লালমনিরহাট সদর উপজেলার নিউ কলোনি এলাকার বাবুলের ছেলে রবি মাদক সেবন করে তার বাবা–মাকে মারধর করেন। বাবার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ও সদর থানার ওসি নুরনবী জানিয়েছেন, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন