বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওলামা-মাশায়েখদের ওপর জুলুম আল্লাহও সহ্য করেন না: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
মীর সরফত আলী সপু
expand
মীর সরফত আলী সপু

ওলামা-মাশায়েখদের ওপর জুলুম-নির্যাতন আল্লাহও সহ্য করেন না, তাই আল্লাহ শেখ হাসিনার শাস্তি দিয়েছেন এবং তার বিচার এখন বাংলাদেশের মাটিতেই হচ্ছে-এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বুধবার দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর জামেয়া এমদাদিয়া মাদরাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই দ্রুত শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার কার্যকর করা হোক। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে- এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটবে না। বিএনপি নির্বাচন কমিশনারকে সব ধরনের সহযোগিতা করবে। আমাদের দল থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা খালেক শিকদার ও নুরুজ্জামান শিকদার,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন