

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক’ মন্তব্য করেছেন মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সুন্দর ও সমৃদ্ধ মুন্সীগঞ্জ গঠনে জেলার সংবাদকর্মীদের সহযোগিতা চান তিনি।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব কথা বলেন।
সভায় তিনি জেলার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের কাছ থেকে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
জেলা প্রশাসক আশরাফী আরও বলেন, “মুন্সীগঞ্জকে আমি নিজের জেলার মতোই মনে করি। এখানকার সমস্যা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সঠিক তথ্য উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজের স্বচ্ছতা ও সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতিও দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্লাহ (রাজস্ব)সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন