বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে আওয়ামী লীগ নেতা হুমায়ুন গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
গ্রেফতারকৃত হুমায়ুন কবির বেপারী
expand
গ্রেফতারকৃত হুমায়ুন কবির বেপারী

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বেপারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার শেহাংগল বাজার এলাকা থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যানের স্ত্রী মোসাঃ ফিরোজা বেগম।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার স্বামী পরিষদের কিছু কাজ শেষে বাজারে অবস্থান করছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করে তাকে নিজেদের গাড়িতে তুলে নেয়। পরে ফোনে কয়েকবার কথা হলে তিনি জানতে পারেন যে তাকে পিরোজপুর ডিবি অফিসে রাখা হয়েছে।

ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ অমল মিস্ত্রী বলেন, “শুনেছি ডিবি পরিচয়ে চেয়ারম্যান সাহেবকে শেহাংগল বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। তিনি এখন পিরোজপুরে আছেন।”

ইউপি সচিব সুবাষ মিস্ত্রীও জানান, রাতে ডিবি পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। তবে কোন কারণে তাকে নেওয়া হয়েছে, তা তিনি জানেন না।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার হওয়া হুমায়ুন কবির বেপারী নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন