

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায়, কৃষি জমিতে উড়ে এসে পড়ল একটি মর্টার শেল। এতে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বাড়বকুণ্ডের ছারালকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
জানায়, দুপুর ১২টার দিকে জমিতে কাজ করছে দুই কৃষক। হঠাৎ আকাশ হতে উড়ে এসে কৃষি জমিতে পড়ে একটি মর্টার শেল। এসময় বিকট শব্দে কেঁপে উঠে এলাকার আশপাশ। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুই কৃষক। এদিকে মর্টার শেল পড়ার ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনা স্থলে এসে ভিড় জমায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। মর্টার শেলটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম আসছে উক্ত বিষয়টি নিশ্চিত করেন, সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো: আলমগীর।
মন্তব্য করুন