বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে বিএনপির সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
বিএনপির সমাবেশ
expand
বিএনপির সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঝিনাইদহে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলার ভাটই বাজার সরকারী ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করে ১৪ নং দুধসর ও ১৫ নং ফুলহরি ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুন্ডু, এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড জাকারিয়া মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোজাম হোসেন সহ অন্যান্যরা। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

সমাবেশে বক্তারা, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তার এই বার্তা তৃণমূলের জনগণের নিকট পৌঁছে দিতে সকলকে আহ্বান জানান। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের হুশিয়ারি দিয়ে বলেন, ২০২৩ সালে তারেক রহমান তার ৩১ দফার মধ্যে সংস্কারের ঘোষণা দিয়েছেন।যা একটি চলমান কাজ এবং চলতে থাকবে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুণ্ড বলেন, যাদের পরীক্ষার প্রস্তুতি ভালো না তারাই পরীক্ষা পেছানোর চেষ্টা করছে। কিন্তু এই ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে হুশিয়ারি দিয়ে তিনি বলেন সংস্কারের কথা যারা বলছেন তাদের বলি এই সংস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালেই তার ৩১ দফার মধ্যে ঘোষণা করেছেন। আগামী ২৬ সালের ফেব্রুয়ারী মাসেই নির্বাচন হবে। কেও ঠেকাতে পারবে না৷

সমাবেশ শেষে স্থানীয় ভাটই বাজারের বাবু জয়ন্ত কুমার কুণ্ডর নেতৃত্বে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন