বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, জামালপুরে মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
বকশীগঞ্জ থানা
expand
বকশীগঞ্জ থানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের বিনা আক্তার (২৩) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের বড়বাড়ি এলাকার একটি ভাড়া বাসায় তিনি রহস্যজনকভাবে মারা যান বলে জানা যায়।

বিনা আক্তার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকার সুলতান মাহমুদের মেয়ে। বিয়ের পর তিনি স্বামী জুয়েল মিয়ার সঙ্গে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দুই বছর আগে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা অশান্তি দেখা দেয়। বিভিন্ন অজুহাতে জুয়েল মিয়া প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত বলেও অভিযোগ পরিবারের।

পরিবার জানায়, গত ১৬ নভেম্বর রাতে দাম্পত্য কলহ নিয়ে আবারও ঝগড়া হয় তাদের মধ্যে। পরদিন ১৭ নভেম্বর দুপুরে আকস্মিকভাবে স্বামীর পক্ষ থেকে বিনার মৃত্যুর খবর জানানো হয়। ঘটনার পর থেকে জুয়েল মিয়া পলাতক রয়েছে।

বিনা আক্তারের বাবা সুলতান মাহমুদ বলেন, “আমরা ধারণা করছি—জুয়েলই আমার মেয়েকে হত্যা করেছে। লাশ প্রথমে আমাদের বাড়িতে আনার জন্য অনুরোধ করলেও তারা গোপনে অন্য পথে মরদেহ নিজের বাড়িতে নিয়ে যায় এবং তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে গিয়ে আমরা দাফন থামাই। এরপর উভয় এলাকার মানুষের সহযোগিতায় লাশ আমাদের বাড়িতে আনা হয়।”

বিষয়টি জানানো হলে বকশীগঞ্জ থানা পুলিশ ভোরে মরদেহ তার বাবার বাড়ী থেকে উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে গাজীপুরের গাছা থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন