মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জামায়াতের উদ্যোগে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে
expand
জামায়াতের উদ্যোগে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের কর্মীরা পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তায় থাকা বড় বড় গর্তগুলো ইটের সুরকি ও বালি দিয়ে ভরাট করেন।

অনেক দিন ধরে সড়কের গর্তগুলোর কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল এবং সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয়দের দুর্ভোগ কমাতেই ইউনিয়ন জামায়াত নিজ উদ্যোগে এ মেরামত কাজ শুরু করে।

মেরামত কাজ দেখতে এসে পথচারীরা স্বস্তি প্রকাশ করেন।

পথচারী আলাল মিয়া বলেন, এই রাস্তায় গাড়িতে চলাচল করা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল। আজ গর্তগুলো ভরাট করায় কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

অটোরিকশা চালক কফিল মিয়া বলেন, গর্তে পড়ে গাড়ি নষ্ট হওয়ার ভয় ছিল সবসময়। জামায়াতের এই উদ্যোগে আমরা সত্যিই উপকৃত হলাম।

মেরামত কাজে উপস্থিত জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী এবং জামায়াতে ইসলামী মনোনীত জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, মানুষের কষ্ট দেখে চুপ থাকা যায় না। সরকারি মেরামত কবে হবে তা বলা দায়। তাই নিজেদের উদ্যোগেই জরুরি অংশটা মেরামত করেছি। এটি রাজনৈতিক প্রদর্শন নয়; মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, ইউনিয়ন জামায়াত সভাপতি হাবিবুর রহমান তারা, এফডিইবি সৌদি আরব শাখার আহ্বায়ক সারোয়ার হোসেন সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জাকির আহমেদ দিদার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হক মিনার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন