মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় অপহরণের পাঁচদিন পর নুরশেদ উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
মো. নুরশেদ (১৪)
expand
মো. নুরশেদ (১৪)

কক্সবাজারের উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর মো. নুরশেদ (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কিশোর উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।

ওসি জিয়াউল হক বলেন, ‘ঘটনার পরপরই আমরা মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম নুরশেদকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং ৪০/৬৩৭) হয়।

মামলার পর এসআই মাসুম ফরহাদ ও এসআই সুমন দের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে পাঁচ দিন পর কক্সবাজার সদর এলাকা থেকে নুরশেদকে উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি জিয়াউল হক আরও বলেন,অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন