

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১৫৫ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন না পেয়েও নারী-পুরুষদের জমায়েত করে শাড়ি-লুঙ্গি উপহার দিচ্ছেন মনোনয়নবঞ্চিত এক নেতা। নেতার পক্ষ থেকে বিএনপির দলীয় নেতা-কর্মীরা জনসভায় মানুষদের মধ্যে উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হচ্ছে এবং চাওয়া হচ্ছে ধানের শীষ প্রতীকের ভোট।
জানা যায়, বাংলাদেশে জাতীয়তাবাদী-দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠমো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি। তারই অংশ হিসেবে ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসভা করে নিজের জনমত তৈরি ও নিজস্ব অর্থায়নে মানুষের মধ্যে উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।
তিনি আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল প্রাথমিক মনোনয়ন দিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে। তবে দল প্রার্থী পরিবর্তন করতে পারে, এমন আশায় প্রাথমিক মনোনয়ন না পেয়েও মাঠ দখলে রাখতে নানা কৌশলে কাজ করছেন আসনটিতে।
বিএনপির দলীয় নেতা-কর্মীরা জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নারী-পুরুষ আসেন, তারা জনসভা শেষে উপহার গ্রহণ করেন। ইতিমধ্যে মেদুয়ারী, ভরাডোবা, বিরুনিয়া, ভালুকা, হবিরবাড়ি, মল্লিকবাড়ি ইউনিয়ন ও ভালুকা পৌরসভা এলাকায় একই কর্মসূচি করা হয়।
নেতা-কর্মীরা আরও জানান, রবিবার (১৬ নভেম্বর) বিকালে মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জনসভা করে দশ হাজার নারী-পুরুষদের মধ্যে শাড়ি ও লঙ্গি বিতরণ করেন মুহাম্মদ মোর্শেদ আলম। এর আগে ভরাডোবা ইউনিয়ন পরিষদ মাঠে সভা করে প্রায় ১২ হাজার মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করে এবং ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী বাঘসাতারা মোড় খেলার মাঠে জনসভা আয়োজন করে ১২ হাজার মানুষকে উপহার দেওয়া হয়। আর শাড়ি-লুঙ্গি পেয়ে অনেক খুশি হয়েছেন ভোটাররা।
উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ জানান, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে সর্বসাধারণের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হচ্ছে।
ভালুকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, আমি অনেকদিন ধরেই বিভিন্ন মানুষকে নানানভাবে সহযোগিতা করে থাকি। অনেক মানুষ আছে, ভালো একটা কাপড় স্বামীর কাছ থেকেও পায় না। অনেকে ভালো লুঙ্গি পড়তে পারে না, তাই আমরা ভালো শাড়ি ও ভালো লুঙ্গি দিচ্ছি। ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা চাহিদার ভিত্তিতে এই উপহার দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এক লাখ ত্রিশ হাজার মানুষকে উপহার দেওয়া হবে। এটি করার কোনো বিশেষ উদ্দেশ্য নেই।
তিনি আরও বলেন, আমি তো দলের পক্ষে ভোট চাইছি, নিজের জন্য কোনো ভোট চাচ্ছি না, আমি এখনো প্রার্থীই হয়নি, আমি বিএনপির মনোনয়ন চাচ্ছি। বিএনপির প্রার্থী একজন দিলেও আমিও চেষ্টা করছি, চূড়ান্ত মনোনয়ন পরিবর্তন হতে পারে, আমি আশা ছাড়িনি। আর আমরা সবাই একত্রে কাজ করবো আগামীর দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
মন্তব্য করুন